প্রকাশঃ Sat, Feb 1, 2025 12:54 AM
আপডেটঃ Sat, Mar 22, 2025 4:42 AM


যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ১৭ বছরে পদার্পন

অনলাইন ডেস্ক

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ১৭ বছরে পদার্পন

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ১৭ বছরে পদার্পন করায় কেক কাটা ও কেন্দ্রীয় কমিটির গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আহমদ শরীফ, সংগীতশিল্পী অর্জুন কুমার বিশ্বাস, বিপুল শর্মা, লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ । এইচআরসি ভবনের ক্যাফেটিরিয়ার হলরুমে বিকাল সাড়ে তিনটা থেকে অনুষ্ঠানমালা শুরু হয়। প্রচার ও জনসংযোগ সম্পাদক সৈয়দ কামাল হোসেন শাওনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  শিল্পী নিপা আহমেদ সারাহ্।

 

কেন্দ্রীয় কার্যকরি কমিটি ঃ সভাপতি সাখাওয়াত হোসেন, সহ সভাপতি উজ্জ্বল মূখার্জী, নাহিদা আশরাফি, সাজ্জাদ হোসেন বিল্ট‍ু , সাজ্জাদ হোসেন রিজু ও আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক একেএম দিদার উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুম পারভেম ও নাজনীন আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা, অর্থ সম্পাদক আরফিনা আক্তার, ক্রীড়া সমপাদক নুরুল ইসলাম,সহ শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নাসরিন আক্তার সুমী, সমাজকল্যান সম্পাদক নাইমুল ইসলাম অন্তর, সাংস্কৃতিক সম্পাদক বিপুল শর্মা,  সহসাংস্কৃতিক সম্পাদক নিপা আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বশির উল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাশিদা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক মো. আল আমিন মৃধা, প্রচার ও জনসংযোগ সম্পাদক সৈয়দ কামাল হোসেন শাওন, সম্মানিত সদস্য আব্দুস সালাম বিন মান্নান, নুসরাত জাহান লিলি, রাজিয়া সুলতানা আরিয়ানা প্রেমা চৌধুরী, জুবায়ের হোসেন, উম্মে মায়মুনা, মো. ইমরানুল হাসান, প্রমুখ।


ক্যাটেগরিঃ সংগঠন বার্তা,
ট্যাগঃ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ১৭ বছরে পদার্পন, ফ্রেন্ডস ফোরাম
বিভাগঃ ঢাকা
জেলাঃ ঢাকা মেট্রো
ঢাকা মেট্রো নিউজ